Somaj is the old name. The new name of the Subject is PSC Bangladesh and Global Studies. As students want, we provided PSC Somaj Suggestion.
In this post you will get Bangladesh and global studies mark distribution and short suggestion for your PSC BGS Exam. This short suggestion made after researching the whole book and hundreds of question.
You may also need PSC Suggestion on other subjects like PSC English Suggestion, you can click on link. So, let’s go though our suggestion on Bangladesh and Global Studies.

PSC Bangladesh and Global Studies Mark Distribution
Do you how the PSC Somaj will appear on the exam. Which topic has how much marks? Learn PSC Somaj Mark Distribution below.
Topic Name | Marks |
---|---|
১। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | ৩০ |
২। শূন্যস্থান পুরন | ১২ |
৩। মিলকরন | ১০ |
৪। কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর | ৪৮ |
Read: PSC Somaj Suggestion
PSC Bangladesh and Global Studies Suggestion
you will get Short question and broad Question suggestion here on the post of PSC Bangladesh and Global Studies suggestion.
PSC Somaj Short Question Suggestion
This short question has 30 marks in the exam. So, It is quite important for a good marks. The PSC Somaj Short Question Suggestion is presented below.
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাওঃ
১, তৌহিদা একটি ব্যাংকে চাকরি করেন। সেখানে তৌহিদা পুরুষদের মমতা সুযোগ-সুবিধা ভোগ করেন। তৌহিদা কোন ধরনের অধিকার | ভােগ করছেন?
২, মানবাধিকার রক্ষায় জাতিসংঘ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংস্থাটি ‘ কত সালে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র অনুমোদন করেছে?
৩. বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করে । প্রতিষ্ঠানগুলো কোন মহীয়সী নারীর আদর্শে অনুপ্রাণিত হয়ে কাজ করে?
৪, নারী নির্যাতন দমনের জন্য কোন নীতিটি প্রবর্তন করা হয়েছে?
৫, প্রতিবছর বিশ্বব্যাপী আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। দিবসটি কবে পালিত হয়?
৬, ঝুমাকে তার স্বামী প্রায়শই মারধর করে। এ ধরনের নির্যাতনের একটি কুফল উল্লেখ করো।
৭, তুমি রায়েরবাজার বধ্যভূমি দেখতে গেলে। সেখানে গিয়ে তুমি কী করবে?
৮, ভারতীয়দের জাতীয় চেতনার প্রসারে ভীত হয়ে ব্রিটিশরা বাংলা প্রদেশকে দুটি ভাগে ভাগ করে। এটি কত সালে করা হয়?
৯, বাংলার ইতিহাসে সােনারগাঁও অত্যন্ত বিখ্যাত। এ স্থানটি বিখ্যাত কেন?
১০, সাকিবের মা-বাবা বাঁশ ও বেত দিয়ে বিভিন্ন জিনিস তৈরি করেন। তাদের কাজটিকে কী বলা হয়?
১১, জীবনধারণের জন্য মানুষকে মৌলিক চাহিদা পূরণ করতে হয় । এ মৌলিক চাহিদাগুলোর নাম লেখা।
১২, পদ্মা নদী তীরবর্তী গ্রামগুলাে নদী ভাঙনের কবলে পড়েছে। এ দুর্যোগের প্রধান কারণ কী?
১৩, বাংলাদেশে বসবাসকারী প্রত্যেক ধর্মাবলম্বী স্বাধীনভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করেন। এটি তাদের কোন ধরনের অধিকারের অন্তর্ভুক্ত?
১৪, মিসেস লামিয়া বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূতের অনুসরণে নারীদের উন্নতির জন্য কাজ করেন। তিনি কাকে অনুসরণ করেন?
১৫, তােমার ছােট ভাই খেলাধুলা করতে গিয়ে প্রায়শই হাত-পা কেটে ফেলে । এক্ষেত্রে তোমার ঘরে কি থাকা দরকার?
১৬. নিশাত ফাতিমার দেশে জনগণের শাসন বিদ্যমান। তার দেশে কোন ধরনের শাসনব্যবস্থা বিদ্যমান?
১৭, জুনায়েদ সরকার তার প্রতিষ্ঠানের পণ্যের মান উন্নত করতে চান। এক্ষেত্রে তার কী করা উচিত?
১৮. ধনঞ্জয়ের নিজস্ব ধর্মের নাম ‘তারাই’। সে কোন ক্ষুদ্র নৃ-গােষ্ঠীর। অধিবাসী?
১৯. মনিময় তার বন্ধুদের সাথে বৈসু’ উৎসব পালন করল। উৎসবটি কোন নৃ-গোষ্ঠীর?
২০, জাতিসংঘের দুটি শাখার নাম লেখা।
২১, ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্তসংক্রান্ত সমস্যা সমাধানে জাতিসংঘের কোন শাখা সহায়তা করবে?
PSC Somaj gap filling suggestion
Anyway you may need PSC Somaj Gap Filling Suggestion.
সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরন করোঃ
- সমাজের অগ্রগিতিতে ____ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- দারিদ্রতার কারনে অনেক বাবা-মা তাদের সন্তানদের ______ পাঠাতে পারেন না।
- জলবায় হলো কোন স্থানের বায়ু বছরের ____ গড় অবস্থা।
- বন্যার সময় ______ শুরু হলে তা মারাত্নক রূপ ধারন করে।
- মাটির _____ বেড়ে কৃষি জমির ক্ষতি হচ্ছে।
- বিভিন্ন কারণে বিশ্বের _____ বদলে যাচ্ছে।
- স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার ______।
- অটিজম কোন ___ রোগ নয়।
- বাংলাদেশে _____ বছরের কম বয়সী শিশুদের শ্রম বেআইনি।
- কাজের ক্ষেত্রে মেয়েরা ছেলেদের মত সমান _____ পায় না।
- নির্যাতন দমনের জন্য _____ সালে নারী উন্নয়ন নীতি প্রবর্তন করা হয়েছে।
- বেগম রোকেয়া ______ সালে মৃতু বরন করেন।
- সমাজের প্রকৃত _____ জন্য নারী পুরুষ উভয়ের ভূমিকা গুরুত্বপূর্ন।
- ১৯১০ সালে ____ নারী ভোটাধিকার প্রয়োগের দাবি জানান।
PSC Somaj Broad Question Suggestion
It holds the most important aspect in marks. Here we made sure common PSC Somaj Broad Question Suggestion for the exam.
সমাজ কাঠামোগত প্রশ্নঃ
১, সিরাজ-উদ-দৌলা কত বছর বয়সে নবাব হন? তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছিল কেন? নবাবের পরাজয়ের চারটি কারণ লেখো।
২, নওগাঁ জেলার পাহাড়পুরে একটি উঁচু গড় আছে। এ গড়টি কী নামে পরিচিত? এ ধরনের ঐতিহাসিক নিদর্শনগুলাের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত কেন? এখানে প্রাপ্ত চারটি ঐতিহাসিক নিদর্শনের নাম লেখা।
৩, মৌর্য আমলে মহাস্থানগড়’ কী নামে পরিচিত ছিল? এটি গুরুত্বপূর্ণ কেন? মহাস্থানগড়ে প্রাপ্ত চারটি নিদর্শনের নাম লেখা।
৪, ক্ষুদ্র পরিসরে বাড়িঘরে অল্প পরিমাণে তৈরি করা হয় তাকে কোন শিল্প। বলে? এ ধরনের একটি শিল্পের নাম লেখা। শিল্পের সম্পর্কে চারটি বাক্য লেখা।
৫. কৃষিজীবী কারা? বাংলাদেশকে কৃষিপ্রধান দেশ বলা হয় কেন? কৃষি উৎপাদন বৃদ্ধিতে তােমার চারটি পরামর্শ লেখো।
৬. মুক্তিবাহিনী কখন গঠন করা হয়? মুক্তিবাহিনী কেন গঠন করা হয়? মুক্তিবাহিনীর চারটি কাজ লেখো।
৭, ২০০ বছরের ব্রিটিশ শাসনের সময় শাসকদের বিরুদ্ধে অনেক আন্দোলন সংঘটিত হয়েছিল। কত শতক পর্যন্ত এ আন্দোলন চলতে থাকে। এ ধরনের আন্দোলন সম্পর্কে ৫ ট বাক্য লিখ।
৮. মিনা মােঘল আমলে নির্মিত আহসান মঞ্জিলে ঘুরতে গেল । এটি কোথায় অবস্থিত? এটি কিভাবে হারানো ঐতিহ্য ফিরে পেয়েছে? এটি সম্পর্কে চারটি বাক্য লেখ।
৯. অর্থকরী ফসল কাকে বলে? পাটকে প্রধান অর্থকরী ফসল বলা হয় | কেন? পাট দিয়ে তৈরি চারটি দ্রব্যের নাম লেখা।
১০. সার কী? জমিতে রাসায়নিক সার ব্যবহার করা হয় কেন? রাসায়নিক | সার ব্যবহারের চারটি কুফল লেখো ।
১১. অনিবার্য কারণ ছাড়া গাছ কাটা উচিত নয় কেন? গাছ কাটলে পরিবেশের দু’টি সম্ভাব্য ক্ষতির নাম লেখাে । গাছ সংরক্ষণে তােমার তিনটি করণীয় লেখাে।
১২. প্রতিবছর ৮ই মার্চ আমরা একটি দিবস পালন করে থাকি। দিবসটির নাম কী? দিবসটি পালন করা হয় কেন? এ দিবসের চারটি তাৎপর্য লেখা।
১৩, সম্প্রতি দুইজন শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়েছে। এ ধরনের দুর্ঘটনাকে কী বলা হয়? এ ধরনের দুর্ঘটনা ঘটে কেন? এ ধরনের দুর্ঘটনার চারটি ক্ষতিকর দিক লেখাে।
১৪. আমাদের বিদ্যালয় রচনা প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে প্রধান শিক্ষক কারো সাথে আলোচনা না করেই সিদ্ধান্ত নেন। প্রধান শিক্ষকের আচরণে কোন গুণটি অনুপস্থিত? তিনি এ গুণটির চর্চা করতে পারেন কিভাবে? বিদ্যালয়ের কাজে এ গুণ এর চারটি ব্যবহার উল্লেখ করাে।
১৫. বিশ্বসংস্থা হিসেবে জাতিসংঘ অনেক গুরুত্বপূর্ণ কাজ করে। এসব কাজের মধ্যে মানবাধিকার রক্ষা অন্যতম। এ কাজের অংশ হিসেবে জাতিসংঘ কি করছে? মানবাধিকার বলতে কী বোঝ? চারটি মৌলিক মানবাধিকারের নাম লেখাে।
Above we provided PSC Somaj Suggestion for you. If you follow, I am quite sure it will be useful to you. If you need anything about somaj, feel free to tell us by commenting.