Hindu Sikka is the religious text book of Hindu Religion. They also ask for suggestions. For them we made PSC Hindu Suggestion so that they can achieve a very good result in the examination.
As per suggestion of other subject, in PSC Hindu Sikkha Suggestion we have included the all topics. We generally know that in maximum schools no Hindu Sikka Classes are held. So, they must need the suggestion.
With the Hindu Sikka Suggestion you can moreover look into PSC All Subject Suggestion as well as on the post PSC English Suggestion. Now, we will head into the PSC Hindu Suggestion on this post.

PSC Hindu Sikkha Mark Distribution
The Hindu Sikka Mark Distribution is the same as BGS or Science. All the topics are same. So, check the Mark Distribution below.
Topic Name | Marks |
---|---|
১। সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর | ৩০ |
২। শূন্যস্থান পুরন | ১২ |
৩। মিলকরন | ১০ |
৪। কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর | ৪৮ |
Read: PSC math Suggestion
PSC Hindu Sikka Suggestion All Board
Before you go ahead of Hindu Sikkha Suggestion I want to clearify that it is just a suggestion not a question.
PSC Hindu Sikka Short Question Suggestion
We made this PSC Hindu Short Question Suggestion we research according to teachers persona and reviewed last years exam questions.
ক. বিভিন্ন ধর্মের লোকেরা সৃষ্টিকর্তাকে বিভিন্ন নামে ডাকেন। সৃষ্টিকর্তার এরূপ দুটি নাম লেখ।
খ. অনুপ নিজধর্ম ছাড়াও অন্য সকল ধর্মাবলম্বীর প্রতি শ্রদ্ধাশীল। এর কারন কী ?
গ. সুনীতা রোজারিও প্রার্থনার ‘গড়’ কে স্মরণ করে। সে কোন ধর্মাবলম্বী?
ঘ. তোমার বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচনে তুমি একজন প্রার্থী। ভোটে জয়ী হওয়ার জন্য তুমি কী করবে?
ঙ. তুমি ধর্মীয় সাম্য প্রকাশ করতে চাও। এজন্য তুমি কী করবে?
চ. অনীল ১২ বছরের একজন বালক। সমবয়সীদের প্রতি সে কী প্রদর্শন করবে?
ছ. তুমি নিজেকে একজন ভালো মানুষ হিসেবে পরিচিত করে তুলতে চাও। এজন্য তুমি কী করবে?
জ. অর্চনা সকলের ভালোবাসা অর্জন করতে চায়। সে কী করবে?
ঝ. একদিন স্কুলে এসে দেখলে শ্রেণিকক্ষটি পরিষ্কার নয়। এ অবস্থায় তুমি কী করবে?
ঞ, বিজয় দিবসে’ বিদ্যালয় সাজানাের কাজে তােমার বন্ধুরা ভিন্ন মত পোষণ করছে। এক্ষেত্রে তোমার করণীয় কী?
ট. একজন বৃদ্ধলােক রাস্তা পার হতে পারছেন না। এ পরিস্থিতিতে তুমি কী করবে?
ঠ. একজন বিপদগ্রস্থ লোক অমলের বারিতে এল। সে কী করবে?
ড. অন্যের সুখে যিনি সুখ অনুভব করেন তিনি কেমন মানুষ?
ঢ, পাণ্ডবরা রাজত্ব ছেড়ে ব্রাহ্মণের বাড়িতে শরনার্থী হয়েছিল কেন?
ণ. জীবের মধ্যে ঈশ্বর অবস্থান করেন। এ বক্তব্য অনুযায়ী তােমার করণীয় কী?
ত. মুনিয়া এ জগতের সৃষ্টিকর্তার আরাধনা করতে চায়। সে কার আরাধনা করবে?
থ. ঈশ্বর বা দেব-দেবীর স্তব করার দুটি উপকারিতা লেখ।
দ, মিনু ঈশ্বরের স্তব-স্তুতি করেছে। এ কাজটি সে কেন করেছে?
ধ. প্রিয়া সাকাররপে ঈশ্বরকে পেতে চায়। সে কীভাবে পাবে?
ন. তােমাদের ধর্মকে সনাতন ধর্মও’ বলা হয়। এর কারণ কী?
প. সমাপ্তি একটি ক্ষুধার্ত বালককে কাঁদতে দেখে তার টিফিন দিয়ে দিল। এ কাজটির মাধ্যমে যে কোন ধরনের মনোভাব প্রকাশ করল?
ফ. রাতল ঈশ্বরের সেবা করতে চায়। সমাজে কোন কাজের মাধ্যমে সে তা করতে পারবে?
PSC Hindu Sikka Matching Suggestion
We made this PSC Hindu Matching Suggestion we research according to teachers’ persona and reviewed last year’s exam questions.
মিলকরণ (বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে সঠিক বাক্যটি খাতায় লেখ):
বাম পাশ | ডান পাশ |
ক, আমরা দরিদ্রের খ উপাসনা করলে দেব-দেবী। গ. উপাসনা মানুষকে সৎপথে ঘ. হিন্দু ধর্মের আরেক নাম ঙ, বৃহদারণ্যক একটি। | সন্তুষ্ট হন। সনাতন ধর্ম। উপনিষদ। হিংসা করব। ধর্ম। সেবা করব। পরিচালিত করে। |
PSC Hindu Broad Question Suggestion
We made this PSC Hindu Broad Question Suggestion we research according to teachers’ persona and reviewed last years exam questions.
যেকোনাে ৮টি প্রশ্নের উত্তর দাও:
ক. মােনালিসা ম্যাডাম ক্লাসে বললেন, ঈশ্বর জীবের মধ্যে অবস্থান করেন। ঈশ্বরের এ বূপকে কী বলে? তিনি এ রূপে জীবদেহকে কী করেন? এ সম্পর্কে স্বামী বিবেকানন্দ কী বলেছেন তা চারটি বাক্যে লেখ
খ. “দরিদ্র ব্রাহ্মণের জীবসেবা’ গল্পে অতিথি ব্রাহ্মণ কে ছিলেন? তাঁর খিদে মেটাতে ব্রাহ্মণ কী করলেন? ব্রাহ্মণ কীভাবে তাকে খুশি করলেন- তিনটি বাক্যে লেখ।
গ. মৃণাল স্যার ক্লাসে বললেন, ঈশ্বর যুগে যুগে আবির্ভূত হয়ে অন্যায় দর করেছেন। তিনি ঈশ্বরের কোন রপের কথা বললেন? বিভিন্ন যুগে ঈশ্বর কতবার এ রূপে নিজেকে প্রকাশ করেছেন? এ সম্পর্কে ৪টি বাক্য লেখ।।
ঘ. মহর্ষি ঋচীক তপস্যা করেন কেন? চাকর পৌত্রের নাম কী? তার সম্পর্কে তিনটি বাক্য লেখ।
ঙ. নিলয় ঈশ্বরের নিরাকার রূপের উপাসনা করে। এ উপাসনা পদ্ধতির পরিচয় দাও। সে কীভাবে উপাসনা করে এ সম্পর্কে চারটি বাক্য লেখ।
চ. কীসে ঈশ্বর ও দেব-দেবীর স্তব করা হয়? কীভাবে আমরা তাদের স্তব করি পাঁচটি বাক্যে লেখ।
ছ. জীবের জন্মান্তর বা পুনর্জন্ম হয় কেন? এ থেকে মুক্তি লাভের জন্য তােমার করণীয় সম্পর্কে চারটি বাক্য লেখ।
জ. শিক্ষক পরিমল বাবু একদিন তার ছাত্র-ছাত্রীদের হরিভক্ত ধ্রুবের কাহিনি বললেন। ধ্রুব কে ছিলেন? তাকে হরিভক্ত বলা হয় কেন? ধুর উপাখ্যানের শিক্ষা চারটি বাক্যে লেখ।
ঝ. দেশপ্রেমের উদাহরণ দিতে গিয়ে তোমার বাবা একজন মহাপুরুষের কথা। বললেন, যিনি স্বদেশী আন্দোলনে ভূমিকা রাখতে গিয়ে গ্রেফতার হন। তিনি কার কথা বললেন? তাঁর পিতার নাম কী? তার চরিত্র সম্পর্কে ৪টি বাক্য লেখ।
ঞ. ভগিনী নিবেদিতা কখন ও কোথায় জন্মগ্রহণ করেন? তার পিতা কত বছর বয়সে মারা যান? কীভাবে তার সেবার মানসিকতার পরিচয় পাওয়া যায় তা তিনটি বাক্যে লেখ।
ট. সৌমিক বাবু সব ধর্মের মানুষকে সমান দৃষ্টিতে দেখেন। তার মধ্যে কোন নৈতিক গুণটি ফুটে উঠেছে। এটি বজায় রাখলে কী প্রতিষ্ঠিত হবে? এই নৈতিক গুণটি রক্ষার জন্য আমরা কী করব ৪টি বাক্যে লেখ।
ঠ. নারদের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের আচরণের মাধ্যমে কী প্রকাশ পেয়েছে? ঐক্য ও সংহতির একটি সূত্র কী? শিষ্টাচার ও পরমতসহিষ্ণুতার উপকারিতা সম্পর্কে ৪টি বাক্য লেখ।
ড. তােমার বােন কখনােই কাউকে হিংসা করেন না। নিজের ক্ষতি হলেও কারো অমঙ্গল কামনা করেন না। তোমার বোনের মধ্যে কোন নৈতিক গুণটি ফুটে উঠেছে? এটি কীসের অঙ্গ? এর গুরুত্ব সম্পর্কে ‘৪টি বাক্য। লেখ।
ঢ. ‘বশিষ্ঠের অহিংসা ধর্ম’ গল্পের রাজার নাম কী? তিনি সাধনা করে কী হয়েছিলেন? তিনি কীভাবে যুদ্ধের পরাজিত হলেন এ সম্পর্কে ৪ টি বাক্য লেখ।
ন. পরোপকার কী? সমাজের শাস্তি প্রতিষ্ঠার জন্য পরোপকারের গুরুত্ব চারটি বাক্যে লিখো।
As we know this post is about PSC Hindu Suggestion and we know you will be benefited a lot if you follow this post and Suggestion. Hope you will have a great preparation and do a very good result in the exam.