Everyone knows that ICT means Information and communication Technology. If you are looking for JSC ICT Model Question of 2022, then this post will be really helpful for you.
Find a Full Mark JSC ICT Model Question for your JSC Exam. You can take a good preparation by practicing this model question.
You can find more Model Question of other subjects. The links are arranged below of the post.
This ICT Question is for 50 Marks. The 50 marks is divided into 2 parts, one is short question containing 25 marks and other MCQ with 25 Marks.
JSC ICT Model Question

Subject: ICT
Class: JSC
Marks: 50
ক বিভাগ – সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর
যেকোন পাচটি প্রশ্নের উত্তর দাওঃ
১। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে ব্যবসায় খরচ কমানোর ৫ টি উপায় বর্ণনা কর।
২। EPOS এর পূর্ণরূপ লিখ। কর্ম প্রত্যাশীদের কাজের সুযোগ প্রপ্তিতে ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির ভূমিকা ব্যাখ্যা কর।
৩। সাইবার অপরাধ কি? প্রচলিত ৪ টি সাইবার অপরাধের বর্ণনা কর।
৪। সরকারি কর্মকান্ডে আইসিটির গুরুত্বপূর্ণ প্রয়োগক্ষেত্রগুলো ব্যাখ্যা কর।
৫। ম্যালওয়্যার কী? ম্যালওয়্যার এর প্রকারভেদ আলোচনা করো।
৬। পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষ্যার কৌশল গুলো লিখ।
৭। ইয়াহু মেইল ব্যবহার করে কীভাবে একটি ই-মেইল পাঠানো যায়? তার প্রক্রিয়া উল্লেখ কর।
৮। স্প্রেডশীট ব্যবহার করে কী কী সুবিধা পাওয়া যায়?
- JSC English Suggestion
- JSC Bangla Suggestion
- JSC Math Suggestion
- JSC Science Suggestion
- JSC ICT Suggestion
- JSC Islam Suggestion
- JSC Somaj Suggestion
খ বিভাগ – বহুনির্বাচনি অভিক্ষা
১। খবরের কাগজ কোন ধরনের যোগাযোগ পদ্ধতি?
ক) সেমিকান্ট খ) ব্রডকান্ট গ) মাল্টিকান্ট ঘ) পাবলিক
২। কম্পিউটার ভাইরাস কোন ফাইলের সাথে যুক্ত হয়?
ক) Run File খ) Boot File গ) Open File ঘ)Executable File
৩। নিচের কোনটি ই-মেইল এড্রেস?
ক) www.yahoo.com খ) yahoo.com গ) www.gamil.com ঘ) ICTModelQuestion@yahoo.com
৪। নেটওয়ার্ক পাসওয়ার্ড ব্যবহারের কারন-
- নিরাপত্তা নিশ্চিত করার জন্য
- যোগাযোগ রক্ষা করা
- তথ্য ও উপাত্ত রক্ষা করা
ক) ১ ও ২ খ) ২ ও ৩ গ) ১ ও ৩ ঘ) ১, ২ ও ৩
৫) ২০১৪ সালের জুলাই অনুযায়ী বাংলাদেশের কত জন লোকের কাছে মোবাইল ফোন রয়েছে?
ক) ১০ কোটি ৫০ লক্ষ খ) ১১ কোটি ৭০ লক্ষ গ) ১২ কোটি ৫০ লক্ষ ঘ) ১৩ কোটি ৭০ লক্ষ
৬) কোনটি কম্পিউটারের মতো কাজ করে?
ক) PLA খ) SMS গ) MMS ঘ) E-mail
৭) “www.bangladesh.gov.bd” এটি কী?
ক) ব্লগ খ) সংবাদপত্র গ) ওয়েবসাইট ঘ) ওয়েব পোর্টাল
৮) অনলাইনে একজন ব্যাক্তির পরিচয় পাওয়া যায়-
i) ই-মেইল ঠিকানার মাধ্যমে
ii) নির্দিষ্ট কোন ব্লগ সাইটে তার ব্লগিং নামের জন্য
iii) সামাজিক যোগাযোগের সাইটে তার নামের প্রোফাইল নামের জন্য
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
৯) ২০১৩ সাল পর্যন্ত কতটি দেশ তথ্য জানাকে আইনি অধিকার হিসেবে স্বীকৃতি দেয়?
ক) ৯১ খ) ৯২ গ) ৯৩ ঘ) ৯৪
১০) মাইকেল ক্যালসির পরিচয় কী?
ক) ইঞ্জিনিয়ার খ) হ্যাকার গ) প্রডিউসার ঘ) ডেবলপার
১১) মানুষ ও যন্ত্রকে আলাদা করার পদ্ধতিটির নাম কি?
ক) Captcha খ) Chooser গ) Identifier ঘ) Finder
১২) স্প্যাম হচ্ছে-
i) যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রোয়োজনীয় তথ্য
ii) উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ই-মেইল
iii) প্রতারনা
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩) ইমেল ব্যবহৃত আইডির দৈর্ঘ কতটি বর্ণের হতে হয়?
ক) ১৬ থেকে ৩২ খ) ৮ থেকে ৩২ গ) ৪ থেকে ৩২ ঘ) ২ থেকে ৩২
১৪) কাজের বর্ণনা দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে কোনটি?
ক) ওয়েবসাইট খ) ই-কমার্স গ) ই-গভর্নেন্স ঘ) ই-টেন্ডারিং
১৫) ১৯৮২ সালে কোন ভাইরাসটি তার জন্মস্থান ছেড়ে বেরিয়ে আসে?
ক) ব্রেইন খ) এলক ক্লোনার গ) পিং পিং ঘ) অনিবাসী
নিচের উদ্দীপটি পড় এবং ১৬-১৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
ব্যক্তি, প্রতিষ্ঠান, সরকারি বা বেসরকারি সংস্থা প্রতিনিয়ত বিভিন্ন তথ্য সৃষ্টি করে। রাষ্ট্রীয় কার্যাবলির সঙ্গে সম্পৃক্ত এবং জনগনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য জানার অধিকারই হলো তথ্য অধিকার।
১৬) আজ থেকে কত বছর পূর্ব হতে আমাদের দেশে তথ্য অধিকার আইন বলবৎ রয়েছে?
ক) ১০ খ) ১৪ গ) ১৬ ঘ) ১৮
১৭) তথ্য অধিকার আইনে তথ্য প্রাপ্তির পূর্বশর্ত হচ্ছে-
i) ব্যাক্তির চিন্তা
ii) বিবেক
iii) বাক স্বাধীনতা
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
১৮) বাংলাদেশের তথ্য কমিশনের ওয়েবসাইট নিচের কোণ্টি?
ক) http://odesk.com খ) http://www.investigation.com/
গ) http://www.infocom.gov.bd/ ঘ) http://www.information.com.bd/
১৯) ফেসবুক কী ধরনের সাইট?
ক) গবেষণা খ) যোগাযোগ গ) বিনোদন ঘ) পড়াশোনা
২০) রোগের কারণ খুজে বের করে সেটিকে অপসারণ করা হয় কোন প্রযুক্তিতে?
ক) DNA খ) জিন গ) জিনোম ঘ) জিসোম
২১) আউটসোর্সিং এর মাধ্যমে-
i) ওয়েবসাইট উন্নয়ন করা যায়
ii) ওয়েবসাইট এ তথ্য যোগ করা যায়
iii) সফটওয়্যার তৈরি করা যায়
ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii
২২) কত সালে ভাইরাসের বিধ্বংসী আচরণ প্রথম প্রকাশিত হয়?
ক) ১৯৮৬ খ) ১৯৯০ গ) ২০০০ ঘ) ২০১৪
২৩) নিচের কোনটি ভিন্ন ধরনের?
ক) ডার্ক এভেঞ্জার খ) পান্ডা গ) নিমডা ঘ) ডাপরোসি
২৪) ব্যবসায় তথ্য সংরক্ষণ পদ্ধতি নিচের কোনটি?
ক) ডেবিট খ) মোবাইল গ) EPOS ঘ) ANSI
২৫) একটি প্রতিষ্ঠান তার অভ্যন্তরীন যোগাযোগের জন্য কোন পদ্ধতি ব্যবহার করে থাকে?
ক) ই-মেইল খ) ইন্টারনেট গ) ইন্ট্রানেট ঘ) এক্সট্রানেট
This post was about JSC ICT Model Question. Hope you would be benefited through this post. If you need more questions on JSC ICT Exam, comment us below.