Though Bangla is an easy subject for JSC Exam, students needs to practice it well. For practicing, we here providing JSC Bangla Model Question. One can copy or download pdf of this question and and use it for practice.
We all may know JSC Bangla subject is consist of Bangla 1st and Bangla 2nd Paper. As a result this model question contains full 100 marks Bangla JSC Questions with Bangla 1st and 2nd Paper.
You can find both CQ and MCQ question of JSC Bangla Subject here on this post. Moreover we prepared 100% common suggestion for you. The links you can find middle of the post.
JSC Bangla Model Question

Subject: Bangla (সৃজনশীল)
Class: JSC
Marks: 70
JSC Bangla CQ Model Question
গদ্যাংশ
কোন ২টি প্রশ্নের উত্তর দাও।
১. ঐতিহ্যবাহী ফুলপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শাহানা তার বিদ্যালয়ের নিয়ে গর্ব করে। কিন্তু শ্রেণিকক্ষ অপরিষ্কার-অপরিচ্ছন্ন থাকার ব্যাপারটি তাকে পীড়া দেয়। বিষয়টি শ্রেণি শিক্ষককে জানালে তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতার সহনীয়তার ওপর উদ্দীপনামূলক এক বক্তৃতা করেন এবং ছুটির পর সবাইকে থাকতে বলেন। চরম উত্তেজনা নিয়ে সবাই অপেক্ষা করে, কিন্তু স্যারের দেখা নেই। এ নিয়ে জানা গেল। তিনি বাসায় চলে গেছেন। শাহানা মর্মাহত হয় এবং বিষয়টি নিয়ে ভাবতে থাকে। পরদিন পরিকল্পনামাফিক শ্রেণির শিক্ষার্থীদের সে। কয়েকটি দলে ভাগ করে এবং ছুটির পর পালাক্রমে এক একটি দল শ্রেণিকক্ষটি পরিষ্কার করতে শুরু করে। তারা শ্রেণিকক্ষের দেয়ালে বিভিন্ন মনীষীর ছবি টানিয়ে দেয়। ফলে শ্রেণিকক্ষটি আকর্ষণীয় ও পাঠের উপযােগী হয়ে ওঠে। বিদ্যালয় কর্তৃপক্ষ শাহানাদের ভীষণ প্রশংসা করেন এবং পুরস্কারের ব্যবস্থা করেন।
ক, দশচক্রে ভগবান ভূত’ কথাটির অর্থ কী?
খ. ভাব ও কাজ’ প্রবন্ধে ‘পুষ্পবিহীন সৌরভ’ বলতে কী বােঝানাে হয়েছে? ২
গ. উদ্দীপকের শ্রেণি শিক্ষকের মধ্যে ভাব ও কাজ’ প্রবন্ধের যে দিকটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. শ্রেণি শিক্ষক নন, শাহানা কাজী নজরুল ইসলামের কাঙ্ক্ষিত ব্যক্তিত্ব | ‘ভাব ও কাজ’ প্রবন্ধের আলোকে মন্তব্যটি যথার্থতা যাচাই কর।
২. নীষ্মের ছুটিতে গ্রামে নানাবাড়ি বেড়াতে গিয়েছিল সুমি। হৈচৈ-আনন্দে সময় ভালােই কাটছে তার। এরই মধ্যে একদিন সুমির বড় মামার মেয়ে সুহানা কলেজ থেকে ফিরে অজ্ঞান হয়ে যায়। বাড়ির সবাই তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। কেউ মাথায় পানি ঢালে, কেউ হাত-পায়ের তালুতে সরিষার তেল মালিশ করে । সুমির নানি বলেন- ‘সােহানার উপরে জিনের আছর হইছে, তাড়াতাড়ি ঝাড়-ফুঁকের ব্যবস্থা কর।’ অবস্থা দেখে সুমি সবার উদ্দেশে বলে- ‘প্রচন্ড গরমে এবং না খেয়ে থাকার কারণে সােহানা আপু অসুস্থ হয়েছে। ঝাড়-ফুক নয়, তাকে ডাক্তার দেখানাের ব্যবস্থা করতে হবে।’ ডাক্তার দেখানােতে সােহানা সুস্থ হয়ে ওঠে।
ক, মামার তৈলচিত্রের কাছে গিয়ে নগেন অস্ফুট স্বরে কী বলেছিল?
খ, নগেনের কেন মনে হয়েছিল যে সে পাগল হয়েছে? বুঝিয়ে লেখ।
গ. উদ্দীপকের সুমি ‘তৈলচিত্রের ভূত’ গল্পের কার প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা কর। ৩
ঘ, সুমির নানিকে কি নগেনের প্রতিচ্ছবি বলা যায়? তৈলচিত্রের ভূত’ গল্পের আলোকে তোমার মতামত দাও।
৩. অংশ-১: দারিদ্র কৃষক ওসমানের টানাপড়েনের সংসার হলেও আজকের দিনটার জন্য সে বিগত কয়েকদিন ধরেই প্রস্তুতি নিচ্ছে। নতুন জামাকাপড় বানিয়েছে, কন্ঠ করে বেশ কিছু টাকাও জমিয়েছে। মনটা তার বেশ ফুরফুরে। কারণ তালুকদার সাহেব যে আজ তার সাথে সুন্দর করে কথা বলবেন, খোজখবর নেবেন এবং পান-সুপারি ও মিষ্টি মুখে আপ্যায়ন করবেন।
অংশ-২: গ্রীষ্মের ছুটিতে দাদুবাড়ি গেছে আবীর। বিকেলবেলা দাদুর সাথে গ্রামের বাজারে গিয়ে দেখে দোকানপাট সব রঙিন কাগজে সাজানো, আপ্যায়নের জন্য বিভিন্ন ধরনের মিষ্টি রাখা হয়েছে, মাইকে গান বাজছে। দোকানে ঢুকতেই সবাই খুব খাতির-যত্ন করে । ভীষণ ভালাে লাগল আবীরের।
ক, বাংলার কৃষক পরিবারের প্রাচীন আঞ্চলিক মাঙ্গলিক অনুষ্ঠানটির নাম কী? ১
খ, বাঙালি জাতিসত্তা গঠনের সাথে বাংলা নববর্ষ উদযাপন কীভাবে জড়িত। ছিল তা বুঝিয়ে লেখ।
গ. অংশ ১ এর উসমান ‘বাংলা নববর্ষ’ প্রবন্ধের কোন উৎসব যোগ দিয়েছিলো তা ব্যাখ্যা কর।
ঘ. আবীরের দেখা উৎসবটি বাংলা নববর্ষের প্রধান সার্বজনীন উৎসবের একটি মাত্র উৎসব মাত্র। মন্তব্যটি মূল্যায়ন করো।
কবিতাংশ
যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও।
৪। নবদম্পতি আব্দুল বারী ও সামিনা চৌধুরীর সংসারে পরপর দুই কন্যাসন্তান জন্ম নেয়। এজন্য তাদের দুজনেরই ভীষণ মন খারাপ। তাদের মতে– মেয়েরা তাে পরের ঘরে চলে যাবে। বংশের বাতি দেওয়ার তো আর কেউ থাকবে না। অবশেষে পুত্রের আশায় তৃতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলেন তারা। এবারও হলাে কন্যাসন্তান। মনের দুঃখে মেয়ের নাম রাখলেন ‘মেঘলা। কারণ তাদের জীবনে নাকি ঘন-কালাে মেঘের অন্ধকার নিয়ে এসেছে মেয়েটি। এ ঘটনা জানার পর বারী সাহেবের এক বন্ধু বললেন “ঘন-কালো মেঘ থেকে ঝরা বৃষ্টিতেই সারা পৃথিবী সুশীতল হয় এবং জীবন ও প্রকৃতিতে প্রাণের স্পন্দন জাগে। না মেঘ ছাড়া বৃষ্টি আশা করা বোকামি।”
ক. যুগের ধর্ম কী?
খ. কবির চোখে পুরুষ-রমণী কোনো ভেদাভেদ নেই কেন?
গ. উদ্দীপকের নবদম্পতির মানসিকতার নারী’ কবিতার যে দিকটি। প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর।
ঘ. বারী সাহেবের বন্ধুর বক্তব্যে কাজী নজরুল ইসলামের অনুভূতি। যথার্থভাবে প্রতিফলিত হয়েছে কি? তোমার মতের পক্ষে যুক্তি দাও।
৫. অংশ-১: মায়ের ভাষায় কথা বলাতে স্বাধীন আশায় পথ চলাতে, হাসি মুখে যারা দিয়ে গেল প্রাণ, সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান। অংশ-২:ভাইয়ের বুকের রক্তে আজিকে রক্ত মশাল জ্বলে দিকে দিকে। সংগ্রামী আজ মহাজনতা কণ্ঠে তাদের নব বারতা, শহীদ ভাইয়ের স্মরণে।।
ক. …….. তবু তোরা পার পাবি?’ চরণটির শূন্যস্থানে কী বসবে?
খ. এমন সময় ঝড় এলাে এক, ঝড় এলাে ক্ষ্যাপা বুনো বলতে কবি কী বুঝিয়েছেন?
গ. অংশ-১ একুশের গান’ কবিতার যে ভাবের সাথে সংগতিপূর্ণ তা ব্যাখ্যা কর।,
ঘ, অংশ-২-এ প্রকাশিত চেতনাই একুশের গান’ কবিতার মূল চেতনা মন্তব্যটি মূল্যায়ন কর।
৬. জাতের নামে বজ্জাতি সব, জাত জালিয়াত খেলছে জুয়া। ছুঁলেই তোর জাত যাবে? জাত নয় তার ছেলের হাতের মোয়া। হুঁকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির মান। তাইতো বেকুব এক জাতিরে করলি তোরা একশ খান।
ক. জলকে কখন কূপজল বলা হয়?
খ. সাত বাজারে জাত বিকাননা’ বলতে কী বোঝানো হয়েছে?
গ, কবিতাংশে মানবধর্ম’ কবিতার কোন ভাবটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
ঘ. উক্ত ভাব সম্পর্কে লালন শাহ’র অভিমত কী? মানবধর্ম কবিতার আলোকে বিশ্লেষণ কর।
নির্মিতি অংশ (৩০ নম্বর)
৭) যেকোনো একটি প্রশ্নের উত্তর :
ক. সারমর্ম লেখ :
বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে।
দেখিতে গিয়াছি পর্বতমালা,
দেখিতে গিয়াছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া।
ঘর হতে দুপা ফেলিয়া,
একটি ধানের শীষের উপর।
একটি শিশির বিন্দু।
খ. সারাংশ লেখ :
প্রকৃত জ্ঞানের স্পৃহা না থাকলে শিক্ষা ব্যর্থতায় পর্যবসিত হয়। তখন পরীক্ষা পাশের বড় হয় এবং পাঠ্য পুস্তকের পৃষ্ঠায় জ্ঞান সীমাবদ্ধ থাকে। এ কারণেই পরীক্ষায় পাস করা লােকের অভাব নেই আমাদের দেশে; কিন্তু অভাব আছে জ্ঞানীর। সেখানে জ্ঞান নির্বাসিত জীবনযাপন করে। একটি স্বাধীন জাতি হিসেবে জগতের বুকে অক্ষয় আসন লাভ করতে হলে জ্ঞানের প্রতি তরুণ সমাজকে অনুপ্রাণিত করতে হবে। সহজ লাভ আপাতত সুখের হলেও পরিণামে কল্যাণ বহন করে না। পরীক্ষা পাসের মােহ থেকে মুক্ত না হলে তরুণ সমাজের সামনে কখনই জ্ঞানের দিগন্ত উন্মােচিত হবে না।
৮. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :
ভাব-সম্প্রসারণ কর :
ক, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন।
খ. নানান দেশের নানান ভাষা ।
বিনা স্বদেশী ভাষা মিটে কি আশা?
৯. যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও :
ক. মনে কর, তোমার নাম রাজন, তুমি বরিশালে থাক। আর তােমার বন্ধুর নাম সুমন, সে দিনাজপুরে থাকে। তােমার জীবনের লক্ষ্যের কথা জানিয়ে তাকে একটি পত্র লেখ।
খ. মনে কর, তুমি ধানসিঁড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়, মধুপুর, যশোর থেকে এ বছর জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। প্রশংসা পত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র রচনা কর।
১০) যেকোনাে ১টি বিষয়ে প্রবন্ধ রচনা কর :
ক. শিক্ষকের মর্যাদা;
খ. দৈনন্দিন জীবনে তথ্য ও যােগাযােগ প্রযুক্তি;
গ. আমাদের গ্রাম।
Bangla MCQ Model Question
১. ৬ দফা আন্দোলনের মিছিলে কত তারিখে গুলি করা হয়?
ক) ৬ জুন, ১৯৬৬ (খ) ৭ জুন, ১৯৬৬ গ) ৮ জুন, ১৯৬৬ (ঘ) ৯ জুন, ১৯৬৬
২. একাধিক শব্দের সমন্বয়ে অর্থের ধারাবাহিকতায় কী তৈরি হয়?
(ক) ধ্বনি (খ) শব্দ (গ) বাক্য ঘ) ভাষা।
৩. মাটির দখল ই খাটি জয় নয় বুঝেছে বাঙালী বীর’- এ উপলক্ধির পর বাবুর কী পদক্ষেপ নেন?
ক) শত্রু দমন৷ খ) জনসেবা গ) সুশাসন৷ ঘ) ছদ্মবেশধারণ
8. কোন ভাষারীতি অপিবর্তনীয়?
ক) সাধু ভাষা খ) আঞ্চলিক ভাষা গ) চলিত ভাষা (ঘ) কথ্যভাষা
৫. গ্রামীণ নারীদের আবেগের সাথে সর্বাধিক সম্পৃক্ত লোকশিল্প হচ্ছে
ক) নকশিকাঁথা। খ) শীতল পাটি গ) কাপড়ের তৈরি পুতুল ঘ) জামদানি শাড়ি
৬. সন্ধিতে ধ্বনির মিলন কত রকমের?
ক দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৭. নিচের কোনটি নববর্ষের আঞ্চলিক উৎসব?
(ক) বৈসাবি (গ) পুণ্যাহ
(খ) মেলা (ঘ) হালখাতা
৮. প + অ = ব সন্ধির এই নিয়মের যথার্থ উদাহরণ কোনটি?
ক) পাবক (খ) পবিত্র। গ) সুবন্ত (ঘ) পবন
৯. ‘পড়ে পাওয়া’ গল্পে কিশােরদের আচরণে ফুটে ওঠা দিকটি হলাে
i. ঐক্যচেতনা। ii. উন্নত মানবিকতাবােধ iii. তীক্ষ্ণ বিবেচনাবােধ নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০. কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ?
ক রাজা গ) চঞ্চল।
খ) বাঙালি (ঘ) পাচক
১১. প্রার্থনা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত?
(ক) অশ্রুমালা গ) অমিয়ধারা
(খ) শিবমন্দির ঘ) মহররম শরীফ
১২. উহা’ শব্দটির চলিত রূপ কোনটি?
ক) ইহা খ) এ গ) ও ঘ) যা
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও :
রমিজের অন্তহীন চাওয়া। দরিদ্রদের জন্য প্রাপ্ত সাহায্যের সিংহভাগই তিনি আত্মসাৎ করেন। তারপরও তিনি অতৃপ্ত। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে রমিজ এখন মৃত্যুর সাথে লড়াই করছেন। এখন সবাই বলছে এটা তার দীর্ঘদিনের পাপের ফল ।
১৩. উদ্দীপকের রমিজের সাথে সুখী মানুষ’ নাটকের কোন চরিত্র তুলনীয়?
ক) হাসু গ) রহমত
(খ) কবিরাজ (ঘ) মােড়ল
১৪. এরূপ তুলনার কারণ হলো, তিনি
i. পরধন অপহরনকারী
ii. নৈতিক আদর্শ বিবর্জিত ব্যক্তি
iii. নির্দয় ও মানব প্রেম শূন্য আত্মার অধিকারী
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii গ) ii ও.iii ঘ) i, ii ও iii
১৫. ‘জয়ী বলিব না এ দেহে রহিতে প্রাণ’, এ বক্তব্যে ফুটে ওঠা দিকটি হলাে—
ক) দেশপ্রেম গ) প্রতিশোধস্পৃহা৷
খ) ক্রোধ ঘ) বীরত্ব
১৬. নিচের কোন শব্দটিতে অ’-এর সংবৃত্ত উচ্চারণ লক্ষ করা যায়?
ক) অজ গ) ক্ষণ
খ) মৃগ ঘ) ঘর
১৭. প্রাচীন ভারতীয় আর্যভাষা কোনটি?
i. বৈদিক ii. সংস্কৃত iii. প্রকৃত
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i,ii ও iii
১৮, শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয়, তাকে কী বলে?
(ক) ধ্বন্যাত্মক শব্দ (খ) দ্বিরুক্ত শব্দ (গ) শব্দদ্বৈত (ঘ) অনুকার শব্দ
১৯. বঙ্গভূমির প্রতি’ কবিতায় কবির মিনতি নিচের কোন বাক্যে ফুটে উঠেছে?
ক) মধুহীন করো না গো তব মনঃকোকনদে
(খ) বিন্দু যদি রাখ মনে, নাহি, মা, ডরি সামনে ঐ
গ) ফুটি যেন স্মৃতি-জলে/মানসে, মা, যথা ফলে।
ঘ) ভুল দোষ, গুণ, ধর/অমর করিয়া বর ২০. সম্বােধনের পরে আধুনিককালে কোন চিহ্ন বসে?
২০. সম্মোধন এর পরে আধুনিক কালে কোন শব্দ বসে?
ক) দাড়ি গ) কোলন
খ) কমা ঘ) সেমিকোলন
২১. এই বাংলায় হিন্দু-মুসলমান, বাঙালি, অ বাঙালি- যারা আছে তারা আমাদের ভাই এ বক্তব্যে ফুটে ওঠা দিকটি হলো—
ক দেশপ্রেম খ) মানবিকতাবোধ গ) ঐক্য চেতনা। ঘ) অসাম্প্রদায়িক চেতনা
২২. বিশেষণবাচক ‘আলি’ প্রত্যয়যুক্ত শব্দে ই-কার হবে। এই নিয়মের উদাহরণ কোনটি?
ক) নেপালি । গ) সাঁওতালি
খ) বাঙালি (ঘ) চৈতালি
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাও :
জমিদার জনার্দন ঘােষের কাছ থেকে সুদে। টাকা ধার নেন প্রান্তিক চাষি গফুর। খুৱায় পর পর চার বছর কোনো ফসল না হওয়ায় গফুর সেই ঋণ শোধ করতে পারেনি। এই সুযোগে জমিদার বাবু নিলাম ডেকে গফুরের ভিটেমাটি দখল করে নেয়।
২৩. উদ্দীপকের জমিদার চরিত্রের সাথে নিচের কোনটি সাদৃশ্যপূর্ণ চরিত্র?
ক) ইব্রাহিম লােদি গ) বাদশা বাবর
(খ) রাজা ঘ) কবিরাজ
২৪. উক্ত চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতিফলন ঘটেছে। নিচের কোন বাক্যে?
ক) পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান _ হইবে টানা ।
খ) কহিলেন শেষে ক্রুর হাসি হেসে, আচ্ছা, সে দেখা যাবে।
গ) করিল ডিক্রি, সকলই বিক্রি মিথ্যা দেনার খতে
ঘ) শুনি বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন
২৫. কালাে আর ধলাে বাহিরে কেবল/ভেতরে সবারই সমান রাঙা।’ এ বক্তব্যের সমর্থন পাওয়া যায় নিচের কোন বাক্যে?
(ক) কেউ মালা, কেউ তসবি গলায়/তাইতে জাত ভিন্ন বলায় ।
(খ) জগৎ বেড়ে জেতের কথা/ লোকে গৌরব করে যথা-তথা ।
গ) যাওয়া কিংবা আসার বেলায়/জেতের চিহ্ন রয় কার রে
(ঘ) লালন সে জেতের ফাতা/ বিকিয়েছে সাত বাজারে।
২৬. ‘অর্থের অহংকার’ বোঝাতে কোন বাগধারাটি প্রযোজ্য?
ক) তামার বিষ গ) আমড়াগাছি করা
খ) টাকার গরম। ঘ) ব্যাঙের আধুলি
২৭. আবার আসিব ফিরে’ কবিতায় কবির কোন চেতনার প্রকাশ ঘটেছে?
ক স্বদেশপ্রীতি গ) সৌন্দর্যের বর্ণনা
খ) পুনর্জন্মে বিশ্বাস। ঘ) প্রাকৃতিক বৈচিত্র্য
২৮. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা প্রকাশক বাক্য কোনটি?
ক) বড় হও, বুঝতে পারবে
খ) আদেশ করুন, জাহাপনা
গ) অংকটা বুঝিয়ে দেবেন?
ঘ) মিথ্যা কথা বলাে না
২৯. কোন শব্দের কেবল পুরুষবাচক রূপ হয়ে থাকে?
ক) বিদ্বান গ) কবিরাজ
খ) কোকিল ঘ) অরণ্য।
৩০. যৌগিক বাক্যের উদাহরণ কোনটি?
ক) জগতে অসম্ভব বলে কিছুই নেই
খ) দুঃখ এবং বিপদ একসাথে আসে
গ) যদিও লোকটি ধনী, তবুও সে কৃপণ
ঘ) তার বয়স হলেও বুদ্ধি হয়নি।
Hope this post about JSC Bangla Model Question with CQ and MCQ will hep ou to get a better practice.